লালমনিরহাট সীমান্তে পুশ-ইন, আটক ১১

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে (পুশইন) দিয়েছে।  এদের মধ্যে ৪ জন শিশু এবং ৭ জন নারী রয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।

বিজিবি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশ-ইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন।

তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতে সক্ষম হন। পরে বিজিবি এসে ওই ১১ জনকে নিয়ে যায়।

আটকদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয়, বুধবার দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তারা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে গেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator