close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ আহত ২০..

Foysal Sourov avatar   
Foysal Sourov
ফয়সাল সৌরভ, লালমনিরহাট জেলা প্রতিনিধি,

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় প্রচার প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি- জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ২০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ২৫ জানুয়ারী দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স'এ চিকিৎসা গ্রহণ করেছেন ।আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন। এদিকে বিএনপি-জামায়াত সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়েছেন। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব ও বিজিবি সদস্যরা। পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। অপরদিকে মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নেতা হাবিবুর রহমান ছাতা জানান, স্থানীয় বিএনপি বিনা উস্কানীতে জামায়াতের শান্তি পূর্ণ প্রচারণায় হামলা চালিয়ে জামায়াতের কয়েকজন নেতা কর্মী কে পিটিয়ে আহত করেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দায়িত্বশীল জামায়াত নেতৃবৃন্দ। হাতীবান্ধা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জামায়াত পরিকল্পিত ভাবে এই সংঘর্ষ লাগিয়েছে, এতে বিএনপির নেতা কর্মী বৃন্দ আহত হয়েছে।

نظری یافت نشد


News Card Generator