close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালবাগে সড়ক আইন লঙ্ঘন ও ফুটপাত দখলের অভিযোগে মোবাইল কোর্টের জরিমানা..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
লালবাগে সড়ক পরিবহন আইন ও জনচলাচলের ফুটপাত দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নি..

রাজধানীর লালবাগ এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও পথচারীদের চলাচলের জায়গা অবৈধভাবে দখলের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে আদালত পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

 

ডিএমপি সূত্রে জানা যায়, আজিমপুর এলাকায় সড়কে চলাচলরত যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানো, উল্টো পথে যাতায়াত ও অননুমোদিত পার্কিংয়ের মতো বেশ কয়েকটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড এবং কারাদণ্ড দেওয়া হয়।

 

একই অভিযানে ফুটপাত দখল করে দোকানের পণ্যসামগ্রী রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। তাছাড়া এক যাত্রীবাহী বাসের সহকারীকে ধূমপানরত অবস্থায় ও লাইসেন্স ছাড়াই চালকের আসনে অবস্থান করার অপরাধে আটক করা হলে, আদালত তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে মোবাইল কোর্টের এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ট্রাফিক আইন মানার বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Nenhum comentário encontrado