লাইভে বিতর্কিত মন্তব্য, চাকরি গেলো উপস্থাপিকা জেনিসিয়া বর্ণার!
দেশের এক ভয়াবহ সামাজিক অপরাধের ঘটনায় রিপোর্টিং চলছিলো বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’-তে। কিন্তু সে সময় স্টুডিওর ভেতরের একটি অনাকাঙ্ক্ষিত কথোপকথন সরাসরি সম্প্রচার হয়ে যায়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
কী ঘটেছিল?
সম্প্রতি আট বছরের শিশু আছিয়া গণধর্ষণের শিকার হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে রিপোর্টিং করছিলো ‘এখন টিভি’। লাইভ সম্প্রচারের মাঝেই কারিগরি ত্রুটির কারণে উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা ও নিউজরুমের কথোপকথন সম্প্রচারে চলে আসে।
একজন রিপোর্টার জানতে চান, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম মাগুরায় গিয়েছেন কি না? উত্তরে উপস্থাপিকা বর্ণা অসাবধানতাবশত বলেন, “এই শুয়োরগুলো গেলেই কি আর না গেলেই কি।”
এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়!
সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত উপস্থাপিকা
ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ‘এখন টিভি’-র সিইও তুষার আব্দুল্লাহ জরুরি মিটিং ডেকে জেনিসিয়া বর্ণাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বর্ণা কিংবা সিইও তুষার আব্দুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জনমতের প্রতিক্রিয়া:
এই ঘটনায় জনমত দুইভাগে বিভক্ত হয়েছে। কেউ কেউ বলছেন, লাইভে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য শাস্তি স্বাভাবিক। আবার অনেকেই মনে করছেন, এটি ছিলো অনিচ্ছাকৃত ভুল, ফলে তাকে এত দ্রুত চাকরিচ্যুত করা ঠিক হয়নি।



















