close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবিয়ায় বিএনপি’র মশাল মিছিল ও বিক্ষোভ

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারে এনসিপির পদযাত্রা ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারীর অশালীন মন্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় বড়ঘোপ বাজারস্থ জেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে লামার বাজার হয়ে উপজেলা গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু মুছা কুতুবী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, রেজাউল করিম রাজু, শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন ভুট্টো, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং ছাত্রদলের আহ্বায়ক মুকাররম হোসেন প্রমুখ।

বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যকে 'বিএনপি নেতার বিরুদ্ধে চরম অপমানজনক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত' বলে আখ্যায়িত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন।

বিক্ষোভে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

No comments found


News Card Generator