close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় ফেরি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি!..

Nazrul Islam avatar   
Nazrul Islam
ঢাকায় ফ্রী থাকা-খাওয়ার ব্যবস্থার ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে

রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়ার চিন্তা করছেন দ্বীপের সচেতন মহল। উপজেলা থেকে ১হাজার এবং চট্টগ্রাম ও ঢাকায় অবস্থানরত আরও ১ হাজার মানুষ ঢাকায় কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে।  

কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি, বড়ঘোপ ইউপির সাবেক চেয়ারম্যান আ,ন,ম শাহিদ উদ্দিন ছোটন বলেন, অবহেলিত কুতুবদিয়ার চারদিকে টেকসই বেড়িবাঁধ ও পারাপারের জন্য ফেরি সার্ভিস চালুর দাবিতে অন্তত ১ হাজার মানুষ টানা ৩/৪ দিন ঢাকায় অবস্থান করলে সফলতা আসবে। দাবি না আদায় হওয়া পর্যন্ত দ্বীপে ফিরে যাব না।

 উদ্যোগকে রাজনৈতিক রঙ না দিয়ে সাধারণ জনগণের দাবি হিসেবে উপস্থাপন করার কথা বলেছেন দ্বীপের সচেতন মহল।

এদিকে, ঢাকায় অবস্থানকালীন কুতুবদিয়ার বাসিন্দাদের থাকা-খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আদিল চৌধুরী।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমি ঢাকায় অবস্থানকালীন ১হাজার কুতুবীর খাবার ও থাকার ব্যবস্থা করব।”

এমন উদ্যোগে কুতুবদিয়ার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দ্বীপবাসী আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর স্থায়ী সমাধান মিলবে।

তবে এই কর্মসূচি বাস্তবায়নে কেউ কাজ করছে কি-না জানা যায়নি। মূলত পার্শ্ববর্তী দ্বীপ মহেশখালীতে সী ট্রাক উদ্বোধনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুতুবদিয়া দ্বীপের সচেতন মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছেন। তাদের দাবি পাশাপাশি দুটি দ্বীপ একই সংসদীয় আসনের হওয়ার পরেও বৈষম্য শিকার হয়েছেন কুতুবদিয়া দ্বীপের জনগন।

No comments found


News Card Generator