কুতুবদিয়ার তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার..

Nazrul Islam avatar   
Nazrul Islam
।। নিজস্ব প্রতিবেদক।।
কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ

কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার @ মইন্না @ বাবু (২৩) কে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৯নং ওয়ার্ডের উত্তর ধূরুং ইউনিয়নের কুইল্যার পাড়ার বাসিন্দা। পিতার নাম নুরুল ইসলাম @ নুর ছালাম, মাতার নাম রাশেদা বেগম।

আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক মামলা দায়ের রয়েছে।

পুলিশ জানায়, আসামিকে দীর্ঘদিন ধরে খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Tidak ada komentar yang ditemukan