কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণা করে সী-ট্রাক ও ফেরী সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাই করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম,কুতুবদিয়া:

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উপকূলীয় নদী বন্দর চালু করে সী-ট্রাক সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ে কুতুবদিয়া-মগনামা ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।

‎মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে পাশ্ববর্তী উপজেলা পেকুয়ার মগনামা থেকে নৌবাহিনীর স্পিডবোট ভাসানচর-৩ যোগে তিনি কুতুবদিয়ায় আসেন এবং মগনামা-কুতুবদিয়া নৌপথ পরিদর্শন করেন। এ সফরে তার সঙ্গে ছিলেন ফেরী/সী-ট্রাক সার্ভিস চালু ও কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণা সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যবৃন্দ।

‎কমোডর আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের জানান, "যতদ্রুত সম্ভব কুতুবদিয়া জেটিঘাট সংস্কার এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে। ফেরী/সী-ট্রাক সার্ভিস চালু হলে দ্বীপবাসীর জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে৷"

‎তিনি আরও জানান, কুতুবদিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণা ও আধুনিক নৌ যোগাযোগের আওতায় আনার বিষয়ে সরকার আন্তরিক।

Keine Kommentare gefunden