কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উপকূলীয় নদী বন্দর চালু করে সী-ট্রাক সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ে কুতুবদিয়া-মগনামা ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে পাশ্ববর্তী উপজেলা পেকুয়ার মগনামা থেকে নৌবাহিনীর স্পিডবোট ভাসানচর-৩ যোগে তিনি কুতুবদিয়ায় আসেন এবং মগনামা-কুতুবদিয়া নৌপথ পরিদর্শন করেন। এ সফরে তার সঙ্গে ছিলেন ফেরী/সী-ট্রাক সার্ভিস চালু ও কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণা সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যবৃন্দ।
কমোডর আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের জানান, "যতদ্রুত সম্ভব কুতুবদিয়া জেটিঘাট সংস্কার এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে। ফেরী/সী-ট্রাক সার্ভিস চালু হলে দ্বীপবাসীর জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে৷"
তিনি আরও জানান, কুতুবদিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণা ও আধুনিক নৌ যোগাযোগের আওতায় আনার বিষয়ে সরকার আন্তরিক।