কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ওজনে কম দেওয়ার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া কন্টিনজেন্ট ও কুতুবদিয়া থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। অভিযানে ঢাকা ফুড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাৎক্ষণিক পরিমাপে সেলিম এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা এবং আবুল কাসেম স্টোরকে প্রতি ৫ লিটার কেরোসিনে ৫০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওজনে কম দেওয়ার জন্য ব্যবহৃত গ্যালনগুলো জনসম্মুখে অকেজো করে ধ্বংস করা হয়। এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিদর্শক রনজিত মল্লিক উপস্থিত ছিলেন। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য বিএসটিআই নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। এ ধরনের অভিযান ভোক্তা সুরক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
No comments found