কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সন্ধ্যায় কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল ইউনিয়নের রোসাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১৩১/২৪ মামলার পলাতক আসামি শফিউল আলমের ছেলে ইকবাল হোছাইনকে, উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া এলাকা থেকে সিআর-৩৬/২৫ মামলার পলাতক আসামি মৃত মোজাহের মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইলকে আটক করে পুলিশ।
পরদিন ১৮ এপ্রিল, কৈয়ারবিল ইউনিয়নের মফজল মিয়া পাড়া এলাকা থেকে সিআর-৪১/২৪ মামলার পলাতক আসামি মৃত আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুনকে, আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুন্যার পাড়া ও কিরণ পাড়া এলাকা থেকে জিআর-১৩১/২৪ মামলার তিন পলাতক আসামি ছকির ছেলে মোঃ নেছার, আনোয়ারের ছেলে জাকির আলম ও জকির আলমের ছেলে মোঃ তোশেদ ওরফে তুষারকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy