close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় থানার বিশেষ অভিযানে ৬জন গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম, কুতুবদিয়া:

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের  বিশেষ অভিযানে ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সন্ধ্যায় কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল ইউনিয়নের রোসাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১৩১/২৪ মামলার পলাতক আসামি শফিউল আলমের ছেলে  ইকবাল হোছাইনকে, উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া এলাকা থেকে সিআর-৩৬/২৫ মামলার পলাতক আসামি মৃত মোজাহের মিয়ার ছেলে  মোহাম্মদ ইসমাইলকে আটক করে পুলিশ।
‎পরদিন ১৮ এপ্রিল, কৈয়ারবিল ইউনিয়নের মফজল মিয়া পাড়া এলাকা থেকে সিআর-৪১/২৪ মামলার পলাতক আসামি মৃত আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুনকে, আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুন্যার পাড়া ও কিরণ পাড়া এলাকা থেকে জিআর-১৩১/২৪ মামলার তিন পলাতক আসামি ছকির ছেলে মোঃ নেছার, আনোয়ারের ছেলে জাকির আলম ও জকির আলমের ছেলে মোঃ তোশেদ ওরফে তুষারকে আটক করে পুলিশ।
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।

没有找到评论