কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রওনা হওয়া এক গর্ভবতী মা মাঝপথে স্পিডবোটে প্রসববেদনায় আক্রান্ত হন। কাকতালীয়ভাবে বোটে ছিলেন ডা. সৈকত বড়ুয়া, যিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা প্রদান করে বোটেই একটি ফুটফুটে শিশুর জন্ম দেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাটে এই ঘটনা ঘটে। ডা. সৈকত জানান, গর্ভবতী মা 'হাইরিক্স প্রেগন্যান্সি' সমস্যায় ছিল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। বোটে ওঠার পরেই মা প্রসববেদনায় আক্রান্ত হন, তখন বোটটি ঘাটে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন তিনি। সন্তান প্রসবের পর নবজাতককে প্রয়োজনীয় সেবা দেওয়া হয় এবং মা-কে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
ডা. সৈকত বড়ুয়া জানিয়েছেন, কুতুবদিয়ার মতো দ্বীপ অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত প্যারেমেডিক টিম এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Walang nakitang komento