কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের ফারিহা মনি নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাইন্দার পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফারিহা মনি স্থানীয় সিএনজি চালক মানিকের একমাত্র মেয়ে। সকালে, পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
পরে প্রতিবেশীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে