কুতুবদিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎প্রেস বিজ্ঞপ্তিঃ

‎কুতুবদিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ রমজান) সন্ধ্যায় 'মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ' মিলনায়তনে এ আয়োজন করা হয়। ‎ক্লাবের সভাপতি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য ও উত্তর ধূরুং ইউপির সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. মহাছান কুতুবী ও অর্থ সম্পাদক এম.এ. মান্নান। 
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, ক্লাবের স্থায়ী সদস্য রুহুল কাদের বাদশাহ, সিনিয়র সদস্য আহমদ কবির বাবুল, নজরুল ইসলাম, আবুল কাশেম, মনিরুল ইসলাম, হাছান মাহমুদ সুজন, আবু ওবায়েদ খালেদ, ইফতেখার শাহজীদ রোকন ও মহিউদ্দিন। এছাড়া স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে মিজানুর রহমান, আব্বাস সিদ্দিকী, শাহেদুল ইসলাম মনির ও আনিচুর রহমান হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। 
‎১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৯৬ সালে সরকারিভাবে নিবন্ধিত কুতুবদিয়া প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ় সংহতি জানান। ‎ইফতার শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

No comments found