কুতুবদিয়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা..

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধি:
‎২৬ জুন ২০২৫:

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস মজুতের অভিযোগে মোবাইল কোর্টে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে মো. এরফান (৩০)কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেছে।

Tidak ada komentar yang ditemukan