কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ জামশেদ আলম রানা। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই তিনি মানবিক উদ্যোগের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন।
উপজেলা সমাজকল্যাণ পরিষদ, কুতুবদিয়া, কক্সবাজারের পক্ষ থেকে একজন গরীব ও অসহায় রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা উপস্থিত থেকে সহায়তার কার্যক্রম তত্ত্বাবধান করেন।
এ সময় ইউএনও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



















