কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত এক গোপন অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতের অভিযানে দিল মোহাম্মদ রায়হান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি শর্টগান, তিন রাউন্ড তাজা গুলি এবং তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক রায়হানকে জব্দকৃত অস্ত্র-গোলাসহ আইনানুগ প্রক্রিয়ায় কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান তারই ধারাবাহিক অংশ। অপরাধ দমনে নৌবাহিনীর এই সক্রিয় ভূমিকা স্থানীয়দের মাঝে আশ্বাস ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found



















