close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে উপজেলা পরিষদ  হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আরমান হোসেন, নৌবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের প্রতিনিধি, বনবিট কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি,স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয়  সাংবাদিকরাঅংশগ্রহণ করেন।। 
‎সভায় উপজেলার উন্নয়ন প্রকল্প, জননিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর সিদ্ধান্ত গৃহীত হয়। ‎সভা শেষে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator