কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৯টি কেন্দ্রে ডিলার নিয়োগ লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত লটারি অনুষ্ঠানে এই ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল খালেক এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অনুপম ধর।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সংবাদকর্মীরা।৬টি ইউনিয়নের ৯টি বিক্রয় কেন্দ্রে ডিলার নিয়োগের জন্য মোট ২৭ জন প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কিছুদিন ধরে নানা তোড়জোড় ও সুপারিশ-লবিং চললেও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে লটারি পদ্ধতিতে নিয়োগ চূড়ান্ত হয়।লটারিতে নির্বাচিত ৯ জন ডিলার হচ্ছেন:১. উত্তর ধূরুং (মগলাল পাড়া কেন্দ্র) – নেজাম উদ্দিন২. বক্সালী (সিকদার পাড়া কেন্দ্র) – মুমিনুল ইসলাম৩. দক্ষিণ ধুরুং (ধুরুং বাজার কেন্দ্র) – বেলাল হোসাইন৪. লেমশীখালী (চৌমুহনী বাজার কেন্দ্র) – হুমায়ুন কবির৫. কৈয়ারবিল (কমিউনিটি সেন্টার কেন্দ্র) – নুরুল আবছার ৬. বড়ঘোপ (উপজেলা গেইট কেন্দ্র) – দিদারুল ইসলাম ৭. বড়ঘোপ (বাজার কেন্দ্র) – আসমাউল হুসনা ৮. পূর্ব আলী আকবর ডেইল কেন্দ্র – জাহেদ খান ৯. শান্তিবাজার কেন্দ্র – বখতিয়ার উদ্দিন
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া অন্যান্য সরকারি কার্যক্রমের জন্যও একটি উদাহরণ হয়ে থাকবে। এতে সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং সরকারি সেবা আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।



















