close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১৫দিনের কারাদণ্ড

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ

কক্সবাজারের কুতুবদিয়ায় ইভটিজিংয়ের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহষ্পতিবার (২৬ জুন) কুতুবদিয়া উপজেলার  দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের কাছে আকবর শাহ গেইটে তিনজন নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করে তিনজন বখাটে। অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মোবাইল কোর্টে পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আবদু রহিমের ছেলে মো. মনির জনসম্মুখে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর বাকি দুই অভিযুক্তকে একই ধারায় ১,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নারী ও শিশুর নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Inga kommentarer hittades