কক্সবাজারের কুতুবদিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজাউল করিম নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। সে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার আবু তাহেরের ছেলে। তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা টেবলেট জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি রেজাউল করিমের ইয়াবা সংশ্লিষ্টতা নিশ্চিত করে মেডিকেল গেইট এলাকা থেকে ধরে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় রেজাউল করিম পালিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। এসময় স্থানীয়রা ভীড় করলে রেজাউল করিম নিজের কাছে থাকা ইয়াবা ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরক্ষণে যৌথবাহিনীর একটি টীম এসে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করেন। রেজাউল এর আগেও একবার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়েছিল পুলিশের হাতে। রেজাউলের পুরো পরিবার এই ব্যবসায় জড়িয়ে পড়েছেন কিনা সন্দেহ করছেন স্থানীয়রা।
এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, রেজাউলের তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সকালে কুতুবদিয়া থানাধীন হাসপাতাল গেট মাছ বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার পূর্ব পাশে ছুরত আলমের মুদি দোকানের সামনে থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, এ ঘটনায় ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা (নং-১১/৫৮, তারিখ- ১১/০৪/২০২৫) রুজু করা হয়েছে।
তিনি জানান, অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।



















