কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তাপসী রানী দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কালী চরণ দাসকে আটক করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত তাপসী রানী দাস ওই এলাকার প্রভাত দাসের স্ত্রী। অভিযুক্ত কালী চরণ দাস শুকুর দাসের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কালী চরণ দাস ধারালো অস্ত্র দিয়ে তাপসী রানী দাসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ঘাতককে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
No comments found



















