close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় দুই দিনে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত

Nazrul Islam avatar   
Nazrul Islam
।।নিজস্ব প্রতিবেদক।।
কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫:

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। ২১ ও ২২ জুনের মধ্যে এই তিনজন রোগী ডেঙ্গু পজিটিভ হিসেবে ধরা পড়েন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

তিনি জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বাড়বে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। তিনি বলেন, "স্বল্প খরচে ডেঙ্গু পরীক্ষা করুন, সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবায় আস্থা রাখুন। জ্বর হলে বিনা পরীক্ষায় ওষুধ সেবন থেকে বিরত থাকুন। বিশেষ করে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ও স্টেরয়েড সেবনের পূর্বে ডেঙ্গু পরীক্ষা করানো জরুরি।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, ডেঙ্গু পরীক্ষার জন্য যথেষ্ট কিট প্রস্তুত আছে। স্থানীয়দের নিজ বাড়িতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Nessun commento trovato