কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ধূরুং ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বাসু দেব চক্রবর্তী (৪৪)কে গ্রেফতার করেছে। তিনি দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়ার মৃত হরিপদ চক্রবর্তীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (২৬ মে) ভোরে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাসুদেব'র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত বাসু দেব চক্রবর্তীকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, “অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” ডেভিল হান্ট’ অভিযান চলমান থাকবে এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।