কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে একাধিক মামলার আসামি আব্দু শুক্কুর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।আব্দু শুক্কুর ওই এলাকার মোজাফ্ফরের ছেলে।

 

সোমবার (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে  রাত দেড়টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তাবালের চর এলাকায় এ অভিযান চালানো হয়। বাংলাদেশ নৌবাহিনীর সাঃ লেঃ এম আহাদুল হক এবং পুলিশ সদস্যের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনী জানায়, আটক আব্দুর শুক্কুরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিকদারের ছেলে মোঃ শাকিল এর বাড়ির রান্নাঘরের পলিথিনের বেড়ার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরমান হোসেন জানান, তিনি একটি মামলার স্বাক্ষী দিতে চট্টগ্রাম গেছেন। তবে যৌথ বাহিনী অস্ত্রসহ আসামিকে থানায় হস্তান্তর করেছে বলে জেনেছেন। মামলার তদন্দন্তকারী কর্মকর্তা কুতুবদিয়া থানার এসআই জয়নাল জানান, আসমীকে আইনগত প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments found