কক্সবাজার জেলা পুলিশের "ডেভিল হান্ট" অভিযানের আওতায় কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ একটি অভিযান চালিয়ে যুবলীগের নেতা জিকু দেব নাথকে আটক করেছে। জিকু দক্ষিণ ধূরুং ইউনিয়নের ০১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন মহোদয়ের নির্দেশনায় এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেনের নেতৃত্বে ১৫ জুন ২০২৫ তারিখে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কুতুবদিয়া থানার এসআই মোজাম্মেল হোসেন।