close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়া চ্যানেল থেকে ধরা হচ্ছে তাজা তাজা লইট্টা; যৌথ অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:

কুতুবদিয়া চ্যানেল থেকে প্রতিদিন জাল বসিয়ে ধরা হচ্ছে তাজা তাজা লইট্টাসহ নানা ধরনের সামুদ্রিক মাছ। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরার খবর পেয়ে কুতুবদিয়া উপজেলার দরবারঘাট সংলগ্ন  চ্যানেলে যৌথ অভিযান পরিচালনা করেন  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কুতুবদিয়া এসিল্যান্ড সাদাত হোসেন। এসময় তিন জনকে ১৫ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়। 

জানা যায়, বুধবার (২১মে) বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর টহলকারী জাহাজ বানৌজা শহীদ দৌলত,  উপজেলা মৎস্য অফিস ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিনটি পৃথক মামলায় প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড প্রদান করা হয় এ সময়  আনুমানিক ৪৮০ কেজি লইট্টাসহ মিশ্র প্রজাতির মাছ জব্দ করা হয়। এর মধ্যে ৮০ কেজি মাছ ৫টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং অবশিষ্ট মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ২২,০০০ টাকায় বিক্রি করা হয়। নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এই ধরনের অভিযান সমুদ্রসীমায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

Nessun commento trovato