কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি মহড়ায় ব্যবহৃত ড্রোনের ভাঙা চাকা উদ্ধার করেছে পুলিশ। ২২ মে রাতে উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা মোহাম্মদ নাজিম উদ্দিনের (২৮) বাড়ি থেকে ড্রোনের চাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, গত ১৬ মে সকালে প্রতিবেশী মো. সাকিব, মো. সাব্বির ও মো. সোহেল সাগরের পাড়ে ভেসে থাকা অবস্থায় চাকাটি দেখতে পান এবং তা উদ্ধার করে নাজিমের জিম্মায় রাখেন।পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি বাংলাদেশ বিমান বাহিনীর নজরে আসে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন অভিযান চালিয়ে চাকাটি জব্দ করেন এবং থানায় নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে কক্সবাজারের পুলিশ সুপার ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, সম্প্রতি বিমান বাহিনীর একটি ড্রোন প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ড্রোনটির একটি অংশ ভেসে উত্তর ধুরংয়ের সমুদ্রতীরে উঠে আসে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এটি উদ্ধার করে। পরবর্তীতে ২৩ মে চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিশেষ দল এসে জব্দকৃত অংশটি বুঝে নেয়।
উল্লেখ্য, কুতুবদিয়ায় সম্প্রতি বিমান বাহিনীর সপ্তাহব্যাপী গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময়ে এলাকাবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়।