close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভোটগ্রহণকারী নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জামশেদ আলম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল মান্নান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

No comments found


News Card Generator