বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার (২৮-মার্চ) উপজেলার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
বাপা কুতুবদিয়া শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, বাপা কুতুবদিয়া শাখার সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম ও চকরিয়া শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।
এসময় উপস্থিত ছিলেন বাপা কুতুবদিয়া শাখার উপদেষ্টা সাংবাদিক এম, এ মান্নান, সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ সুজন, সাংবাদিক মহি উদ্দিন কুতুবী, পরিবেশ কর্মী নাজমুস সাকিব ও আবু হানিফ।
অনুষ্ঠানে বক্তারা কুতুবদিয়ার পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে বিশেষ আলোচনা করেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
তারিখ:- ২৮-০৩-২৫ ইং
Tidak ada komentar yang ditemukan