কুতুব শরীফ দরবারের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার দরবার কর্তৃক পরিচালিত বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা শাহজাদা এম.এম মুনিরুল মান্নান আল কুতুবী আল মাদানী । তিনি রমজানের আধ্যাত্মিক তাৎপর্য, তাকওয়া অর্জন ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার সেবারও মাস। এই মাসে আমাদের সম্প্রীতি, সহনশীলতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী এর সুযোগ সন্তান ও হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক আল কুতুবী ও মরহুম শাহজাদা অহিদুল আলম আল কুতুবী এর সুযোগ সন্তান আয়াত উল্লাহ। তারা রমজানের শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে সাংবাদিকসহ সকল উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দরবারের পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ইফতার করার এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।
কুতুব শরীফ দরবারে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংবাদিকদের সাথে ইফতার সম্পন্ন..


Keine Kommentare gefunden