‎কুতুব শরীফ দরবারে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংবাদিকদের সাথে ইফতার সম্পন্ন..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ

 
কুতুব শরীফ দরবারের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার দরবার কর্তৃক পরিচালিত বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।  

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা  শাহজাদা এম.এম মুনিরুল মান্নান আল কুতুবী আল মাদানী । তিনি রমজানের আধ্যাত্মিক তাৎপর্য, তাকওয়া অর্জন ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার সেবারও মাস। এই মাসে আমাদের সম্প্রীতি, সহনশীলতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী এর সুযোগ সন্তান ও হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি ‎শেখ আখতারুল হক আল কুতুবী ও মরহুম শাহজাদা অহিদুল আলম আল কুতুবী এর সুযোগ সন্তান  আয়াত উল্লাহ।  তারা রমজানের শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 
‎  
‎আলোচনা শেষে সাংবাদিকসহ সকল উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দরবারের পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ইফতার করার এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।  

没有找到评论