সোমবার (২১ এপ্রিল’২৫ খ্রি.) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারী-২০২৫ এর ২য় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩য় দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারী-২০২৫ এর নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল), ঝিনাইদাহ এবং জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), যশোর।
নিয়োগ ডিউটিতে আরো উপস্থিত ছিলেন জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা, কুষ্টিয়া, জনাব ডাঃ পল্লব সাহা এবং মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, জনাব ডাঃ সুলতানা রাজিয়া এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় মাঠ পর্যায়ে সকল ইভেন্টে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের শুভ কামনা জানিয়ে লিখিত পরিক্ষার অংশ গ্রহনের জন্য সার্কুলারে উল্লেখিত নির্দেশনা অনুসরন পূর্বক কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২০ মে, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে।