কুষ্টিয়া, ১০ জুন মঙ্গলবার।। কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারে মিললো কোটি টাকার গাড়ির সন্ধান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাড়িটির মালিক ঝিনাইদহ (কালিগঞ্জের সাবেক এমপি) আনোয়ারুল আজীম আনারের। তিনি গত বছরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে ভারতে খুন ও গুমের শিকার হন।
কোটি টাকার এই গাড়িটি একটি শক্তিশালী সিন্ডিকেট তামাক ব্যবসার আড়ালে নিয়ে এসে তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে। পবিত্র ঈদ উপলক্ষে শাফিনা টাওয়ারের অনেকে ঈদের ছুটি কাটাতে বাইরে অবস্থান করে। এসময় ঐ ভবনের মালিকের ছেলে শাহিন ও বিএনপি কর্মী জুরাইস গাড়িটি নিজেদের দখলে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শাহিন ও জুরাইসের চেষ্টা ব্যর্থ করতে আপত্তি জানায় দায়িত্বশীল গার্ড ও জিএলটি টোব্যাকো কোম্পানির প্রতিনিধি আলমগীর। এসময় অবস্থা বেগতিক দেখে নিজেদের নিরাপত্তা ও সচেতন নাগরিক প্রমাণ করতে টাওয়ারের মালিকপু্ত্র শাহিন ও বিএনপি কর্মী জুরাইস থানা-পুলিশ, সাংবাদিক ও স্থানীয় নেতা-কর্মীদের অবগত করলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে।
আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ধারনা- শাফিনা প্রোপ্রাইটরের পুত্র শাহিন, দায়িত্বশীল গার্ড, বিএনপি কর্মী জুরাইস ও তামাক কোম্পানির প্রতিনিধি আলমগীর হোসেনকে আটক করে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
কুষ্টিয়া সদর থানা অফিসার ইনচার্জ বলছেন, গাড়িটি সম্পর্কে খোঁজ খবর চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের গাড়ি।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
<span;>গাড়িটি কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজে দীর্ঘদিন ধরে রাখা আছে। ..
Nenhum comentário encontrado



















