close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় করোনা শনাক্তে চরম সংকট, হাসপাতালের পিসিআর ল্যাব থেকে যন্ত্রাংশ চুরি..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের একমাত্র পিসিআর ল্যাব থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।..

২০২০ সালের ১৬ এপ্রিল হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত এই ল্যাবটি করোনা মহামারির সময় রোগী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার বহু মানুষ এখানে করোনা পরীক্ষার জন্য নির্ভর করতেন।

তবে গত এক বছর ধরে করোনার প্রকোপ কমে যাওয়ায় ল্যাবটি অচল অবস্থায় ছিল। হঠাৎ করে সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়তে শুরু করলে আবারও এই ল্যাবের প্রয়োজনীয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে জানা যায়, ল্যাবটির সব যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় এক মাস আগে বিষয়টি জানতে পারে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ল্যাবের যন্ত্রাংশ ধীরে ধীরে গত চার মাস ধরে চুরি হয়েছে। যাঁদের দায়িত্ব ছিল, তাঁদের চরম গাফিলতি রয়েছে।"

তিনি আরও জানান, করোনা রোগী বাড়লেও পরীক্ষার সুযোগ এখন বন্ধ হয়ে গেছে। তবে হাসপাতালের করোনা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

Không có bình luận nào được tìm thấy