কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার সময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পাসকৃত ডাক্তারদের আয়োজনে এ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আতিয়ার রহমান। কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক মোঃ রাশিদুল হাসান ও ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার, কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ফখরুল ইসলাম সিদ্দিক, ডাঃ মোঃ এনামুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, আবু সালেহ মোহাম্মদ মোস্তফা, ডাঃ কাজী জালাল উদ্দিন, ডাঃ মোঃ ওবাইদুল ইসলাম, ডাঃ মোঃ রাশিদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ মোঃ গোলাম মওলা, সিহাবুল আলম মিন্টু, শিক্ষক ডাঃ মানিক হোসাইন প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।