মানুষের অনুভূতি ও সামগ্রিক জনমত বুঝতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামি সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচনি এলাকায় ছয় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শোভাযাত্রা-পরবর্তী বক্তব্যে আমির হামজা বলেন, “সরকারে যারা আছেন, তারা এত মানুষের সেন্টিমেন্ট যদি না বোঝেন, তাহলে দায়িত্বে থাকা ঠিক নয়। আমরা জানি—ওনারা হয়তো মানবেন না; আর না মানলে পরের অবস্থা দেশবাসী দেখবে, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আল্লাহ যেন দাড়িপাল্লাকে সংসদে পাঠান। পাঁচ দফা দাবিতে জামায়াত ও সমমনা আট দল এখন রাজপথে আন্দোলন করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, দায়িত্বশীলদের শুভবুদ্ধির উদয় হবে।
প্রচারণার মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, যেখানে গেছেন, মানুষ ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিয়েছে এবং সমর্থন জানিয়েছে। তিনি বলেন, “এভাবে এগোতে পারলে দাড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে।”
এর আগে দুপুর থেকে কুষ্টিয়া শহর ও আশপাশের এলাকায় তার কর্মী–সমর্থকদের ছয় হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান মোড়ে প্রচারণা চালায়।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই শক্তি–প্রদর্শন নির্বাচনি মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



















