কুমিল্লার হোমনা থানায় পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম হামিদা আক্তার ওরফে ববিতা (৩২)। তিনি উপজেলার ঘনিয়ারচর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশুসহায়তা ডেস্কের একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এর আগে বুধবার সকালে হামিদা তাঁর সতীনের ছেলে সায়মন (১১)-কে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা হামিদাকে আটক করে গাছে বেঁধে রাখে। পরে পুলিশ বিকেল ৫টার দিকে তাঁকে থানায় নিয়ে যায়।
আহত শিশুর চাচা স্বপন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। আদালতে সোপর্দ করার আগেই ভোরে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।



















