close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা: তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগ
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: আহাদ হোসেন (১৬), কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে। মো. মিনহাজুল (১৫), ভুবনগড় এলাকার মরহুম মনির হোসেনের ছেলে। মোহাম্মদ ইমন (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে। নিহত আহাদের মামা পাপন জানান, রোববার রাতে আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠানের পর ভিডিওগ্রাফার মিনহাজুলকে তার বাড়ি পৌঁছে দিতে মোটরসাইকেলে রওনা দেন আহাদ ও ইমন। পথে পালপাড়া এলাকায় বিপর্যয় ঘটে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনই অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীন অবস্থার কারণে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই তাঁদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে এত কম বয়সী তিন কিশোরের এভাবে অকাল মৃত্যু স্থানীয়দের হৃদয় বিদীর্ণ করেছে। প্রশাসন দ্রুতগামী যানবাহনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। বিঃ দ্রঃ পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষজ্ঞরা দ্রুতগতির যানবাহন চালানোর সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Keine Kommentare gefunden


News Card Generator