কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন..

Ali Sohel avatar   
Ali Sohel
****

কিশোরগঞ্জেরকুলিয়ারচরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মশিউর রহমান মহসীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন (বাদল ডাক্তার), সাংবাদিক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক রাব্বী।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩০ জুন থেকে ২জুলাই পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সকল প্রকার বনজ, ফলজ, ঔষধী ও ফুলের গাছ বিক্রয় করা হবে।

মেলায় প্রধান আকর্ষণ ছিলো মডেল গ্রাম। এছাড়াও বনরাজ নার্সারী, আতিক নার্সারী, খালেদ বিন ওয়ালেদ নার্সারী, নিয়ামত হস্ত শিল্পকলা, আস্তা অনলাইন শপ, বৃক্ষের অবদান প্রদর্শনী স্টল, ই-কৃষি কর্ণার স্টল, কৃষি উপকরণ ও কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি পণ্য প্রদর্শনী স্টল, কন্দাল ফসল চাষাবাদ প্রদর্শনী স্টল, আধুনিক সেচ প্রযুক্তি প্রদর্শনী স্টল ও নিরাপদ ফসল উৎপাদন স্টল অংশগ্রহণ করেন। উদ্বোধনী শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

कोई टिप्पणी नहीं मिली