close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

Ali Sohel avatar   
Ali Sohel
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।..

কুলিয়ারচর উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা। 

সোমবার (২ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ পার্টনার কংগ্রেস এর শুভ উদ্বোধন করা হয়। 

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল হক। 

এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী  কৃষক কৃষাণী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

没有找到评论


News Card Generator