close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Ali Sohel avatar   
Ali Sohel
১৬ ডিসেম্বর মঙ্গলবার প্রত্যুষে কুলিয়ারচর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুলিশ প্রশাসন।..

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার প্রত্যুষে কুলিয়ারচর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুলিশ প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলিয়ারচর পৌর শহরে বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসন, সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর থানা পুলিশ, কুলিয়ারচর প্রেসক্লাব, কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্টার অফিস, কুলিয়ারচর পৌরসভা, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা কমিটি, জাতীয়তাবাদী উলামা দল কুলিয়ারচর, শহিদ সেলিম স্মৃতি সংসদ, দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাংলাদেশ ট্রড ইউনিয়ন কেন্দ্র কুলিয়ারচর উপজেলা শাখা, উপজেলা ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবি দল, শ্রমিক দল, উপজেলা ও পৌর প্রবাসী জিয়া পরিষদ,  ও সকল অঙ্গ সংগঠন, উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী কুলিয়ারচর উপজেলা কমিটি, তিয়ানশী বাংলাদেশ কো.লি., কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদ, বিএডিসি সেচ ভবন, আনসার ভিডিপি, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল, চিলড্রেন ভিলা কিন্ডারগার্টেন,  কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুল, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কুলিয়ারচর উপজেলা কমিটি, কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠন, পপুলার মেডিকেল সেন্টার, আল রাজ্জাক ডিজিটাল হাসপাতাল, গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক।

সকাল ৯টায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে সকল শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। পরে শান্তির প্রতীক পায়রা ও রংবেরঙের বেলুন উড়ান উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী। 

পরে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস-আমাদের জাতীয় জীবনের এক অনন্য গৌরবের দিন। ১৯৭১ সালের এই মহান দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য ত্যাগ, বেদনাময় দিন-রাত্রি পার করে বাঙালি জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতার বিজয়। এই গৌরবময় দিবসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান-অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণকে, মহান শহিদগণকে, যুদ্ধাহত বীর সন্তান এবং সেই সকল নির্যাতিত মা-বোনদের, যাঁদের অম্লান ত্যাগ, সাহস ও আত্মসম্মানের বিনিময়ে বিজয়ের লাল সূর্য আজ আমাদের আকাশে উদ্ভাসিত। এসময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন তিনি। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে বিজয়ীসহ অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সকাল ১১টায় থানা সংলগ্ন মাঠে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প-পণ্যের) পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সকাল সাড়ে ১০টায় থানা সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। 

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে শহিদ বীর মুক্তি যোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বেলা সাড়ে ৩টায় থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ বনাম কুলিয়ারচর পৌরসভা ও সুধীজন সম্মিলিত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আলাদাভাবে বিজয় দিবস উদযাপন করা হয়। অপর দিকে সকাল ৮টায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহান বিজয় দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে।

দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার ও তার সহধর্মিণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান ও তার সহধর্মিণী, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নূরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা মো. মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত ইনচার্জ ইলিয়াস ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সোনালী ধারা প্রতিনিধি মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি), সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, জাতীয় যুব শক্তি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হক শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা বিআরডিবি'র সভাপতি মো. দ্বীন ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নূরুল আলম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. রফিক উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা'র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, সাংবাদিক মো. আলী সোহেল, মো. নাদিম, শাহীন সুলতানা, লোকমান হোসাইন, সিফাত আহমেদ, মো. সবুজ মিয়া, মো. সালাহ উদ্দিন, মাহিন আহম্মেদ, মো. আজিজুল ইসলাম ও সজিব আহমেদ সহ ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Geen reacties gevonden


News Card Generator