close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের সাজা: মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তবে শপথ গ্রহণের আগে ১০ জানুয়ারি তাকে ঘুষ মামলায় সাজার রায় শুনতে হবে। শনিবার (৪ জানুয়ারি)
ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তবে শপথ গ্রহণের আগে ১০ জানুয়ারি তাকে ঘুষ মামলায় সাজার রায় শুনতে হবে। শনিবার (৪ জানুয়ারি) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের বিচারক জুয়ান এম. মার্চান শুক্রবার এক আদেশে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। বার্তা সংস্থা রয়টার্স এটিকে মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছে, কারণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিন আগে ট্রাম্প আদালতে হাজির হতে যাচ্ছেন। বিচারক জুয়ান ইঙ্গিত দিয়েছেন, ৭৮ বছর বয়সী ট্রাম্পকে জেলে যেতে হবে না এবং তার সাজা হবে নিঃশর্ত অব্যাহতি। এর ফলে তার আপিল করার সুযোগ থাকবে। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এই মামলাকে বেআইনি আখ্যা দিয়ে দ্রুত খারিজের দাবি জানান। ২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল। মে মাসে একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের কারণে তার সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার রায় ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় ট্রাম্পের ক্ষমতায় আরোহনের আগে এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator