close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ক্ষমতায় গেলে দেশে 'দুর্নীতি শূন্য' করার অঙ্গীকার জামায়াতের: এ টি এম আজহার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Jamaat-e-Islami's Naib-e-Amir ATM Azharul Islam asserts that corruption, the root of Bangladesh's poverty, will be eradicated under their rule.

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা গ্রহণ করলে দেশে কোনো প্রকার দুর্নীতি থাকবে না এবং দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ফিরে আসবে বলে জোরালো মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে এক সমাবেশে এই অঙ্গীকার করেন। তার দাবি, বাংলাদেশ inherently দরিদ্র দেশ নয়; বরং দীর্ঘদিনের দুর্নীতি দেশকে দরিদ্র করে রেখেছে।

শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে এই সমাবেশে এ টি এম আজহার বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা নিজেদের 'স্বাধীনতার স্বপক্ষের শক্তি' বলে দাবি করত, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারা কখনোই দেশ ছাড়ে না।

রাজনৈতিক স্বচ্ছতার প্রসঙ্গে তিনি সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের উদাহরণ টেনে বলেন, তাঁদের বিরুদ্ধে এক পয়সা দুর্নীতির অভিযোগও কেউ আনতে পারেনি। এটি জামায়াতের নেতৃত্বের চারিত্রিক দৃঢ়তার প্রমাণ। তিনি আরও দাবি করেন, ১৯৪৭ পরবর্তী সময় থেকে বাংলাদেশ কেবল ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে, কিন্তু তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের দুর্নীতি দেশকে সত্যিকারের স্বাধীনতা থেকে বঞ্চিত করে রেখেছে।

এ টি এম আজহারুল ইসলাম নারীদের ভূমিকা প্রসঙ্গে প্রচলিত ভুল ধারণারও জবাব দেন। তিনি বলেন, অনেকে প্রচার করে যে জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখা হবে। অথচ, জামায়াতের নারীরা ঘরের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই সমাবেশ থেকে তিনি ফরিদপুরের চারটি আসন—ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ এর জন্য জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator