close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কসবায় তরী বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত..

সাইদুল ইসলাম avatar   
সাইদুল ইসলাম
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” – এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে..

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” – এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘তরী বাংলাদেশ’ (নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন) কসবা উপজেলা শাখা।

কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম।

তরী বাংলাদেশের সদস্য সাংবাদিক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মো. মাহমুদুল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়।

 

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, তরী বাংলাদেশের সদস্য আলমগীর হোসেন ও লিয়াকত মাসুদ।

 

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশ ও মানবজীবনের জন্য একটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা, শিক্ষা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

 

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সমাজ ও পরিবেশপ্রেমী নাগরিকরা অংশ নেন।



Ingen kommentarer fundet


News Card Generator