close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কসবায় ‘নব জাগরণ যুব সংগঠন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
দিনাজপুর সদর উপজেলার কসবায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব জাগরণ যুব সংগঠন’। আজ বুধবার (২১ জানুয়ারি) কসবা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচী সম্পন্ন ..

দিনাজপুর সদর উপজেলার কসবায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব জাগরণ যুব সংগঠন’। আজ বুধবার (২১ জানুয়ারি) কসবা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচী সম্পন্ন করা হয়।

তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব রাশেদ বাবু রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন:সহ-সভাপতি রায়হান ইসলাম ,সাধারণ সম্পাদক, মো: নাঈম বাদশা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহম্মেদ ,কোষাধ্যক্ষ,আরিফুল ইসলাম  প্রমূখ । 

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, "শীতার্ত মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না।" সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই পথচলায় এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষেরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দিনাজপুর সদর উপজেলার কসবায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব জাগরণ যুব সংগঠন’। আজ বুধবার (২১ জানুয়ারি) কসবা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচী সম্পন্ন করা হয়।

তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব রাশেদ বাবু রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন:সহ-সভাপতি রায়হান ইসলাম ,সাধারণ সম্পাদক, মো: নাঈম বাদশা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহম্মেদ ,কোষাধ্যক্ষ,আরিফুল ইসলাম  প্রমূখ । 

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, "শীতার্ত মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না।" সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই পথচলায় এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষেরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Nenhum comentário encontrado


News Card Generator