close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে হামলার শিকার পুলিশ

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন কর্ণফুলী থানা পুলিশ। গত শনিবার (১৮ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার জামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাতের আঁধারে শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার জামালপাড়া এলাকায় দুষ্কৃতিকারীরা একটি জমি দখল করছিল। পুলিশ নিয়মিত অভিযানে যাওয়ার পথে সড়কে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানায়, টিটু নামে এক যুবক যুবদলের নাম ভাঙিয়ে ওই এলাকায় জমি দখল করছিল রাতের আঁধারে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার লোকজন পুলিশের ওপর অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ডফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ।

আহত শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, 'একটি অভিযানে যাওয়র পথে কিছু বুঝে উঠার আগে আমাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে দুষ্কৃতিকারীরা। আমি প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় বিশ্রামে রয়েছি।'

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, 'এঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।'

No comments found