কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

Md Tawfique Omer avatar   
Md Tawfique Omer
কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন নাছরীন আক্তার।

 

মঙ্গলবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নূরীর স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই তথ্য জানানো হয়।

 

নাছরীন আক্তারকে কর্ণফুলী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে। তিনি প্রশাসনের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার হিসেবে এবং পরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। নিজ জেলা লক্ষ্মীপুর।

 

নতুন ইউএনও নাছরীন আক্তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

No se encontraron comentarios