close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কর্মবিরতিতে যাচ্ছেন সচিবালয়ের কর্মচারীরা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার সচিবালয়ের কর্মচারীরা ২ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন। আন্দোলনে উত্তপ্ত প্রশাসন চত্বরে ছড়িয়েছে চাকরি হারানোর শঙ্কা।..

সরকারি চাকরির নতুন সংশোধিত অধ্যাদেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র — বাংলাদেশ সচিবালয়। চাকরি হারানোর শঙ্কা আর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসছে সচিবালয়ের হাজারো কর্মচারী। এরই ধারাবাহিকতায়, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল ২৩ জুন, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিতে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এই কর্মবিরতির ডাক এসেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে। রবিবার (২২ জুন) দুপুরে সচিবালয়ের ভেতরে এক জোরালো বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম

সচিবালয়ের কর্মচারীরা মনে করছেন, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ তাদের চাকরির স্থায়িত্ব, সুবিধা ও মর্যাদাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। এতে কর্মজীবনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে বলেও দাবি করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মচারী বলেন,আমরা দিনের পর দিন দেশের প্রশাসন চালাতে ঘাম ঝরাই। অথচ হঠাৎ করে এমন অধ্যাদেশ এনে আমাদের পিঠ দেয়ালে ঠেলে দিচ্ছে সরকার। আমরা চাই, অবিলম্বে এই অধ্যাদেশ বাতিল করা হোক।

রবিবার বেলা ১১টা ১৫ মিনিটে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিল সচিবালয়ের বিভিন্ন ভবন, দপ্তর ও করিডোর প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে সরকারবিরোধী স্লোগানে কেঁপে ওঠে সচিবালয়ের চত্বর।

বিক্ষুব্ধ কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,আমাদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলন, এমনকি প্রশাসনিক কর্মকাণ্ড পুরোপুরি অচল করে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারি।

এদিন কর্মচারীদের মধ্যে ক্ষোভের নতুন বহিঃপ্রকাশ দেখা যায় সরকারে নিযুক্ত উপদেষ্টাদের ভূমিকা নিয়েও। তারা সরাসরি অভিযোগ করে বলেন,জনগণের ভোটে নির্বাচিত না হয়েও কিছু উপদেষ্টা প্রশাসনে কর্তৃত্ব চালাচ্ছেন। এরা আমাদের পেশাগত নিরাপত্তা হুমকির মধ্যে ফেলছেন

কর্মচারীদের ২ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি দিয়ে আন্দোলনের যাত্রা শুরু হলেও এটি যে আরও বড় আকার নিতে পারে, এমনই ইঙ্গিত মিলছে আন্দোলনকারীদের বক্তব্যে।

বিশ্লেষকরা বলছেন,সরকার যদি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে, তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে।” সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর কেন্দ্রে এই ধরনের অস্থিরতা সরকারের জন্যও চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সরকারি চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা, উপদেষ্টাদের প্রভাব, আর হঠাৎ আনা এক অধ্যাদেশ—সব মিলিয়ে সচিবালয়ে যেন আগুন জ্বলছে নীরবে। সোমবারের কর্মবিরতি সেই আগুনের প্রথম ধাক্কা মাত্র।

No comments found


News Card Generator